শনিবার

২৩ নভেম্বর, ২০২৪
৯ অগ্রহায়ণ, ১৪৩১
২২ জামাদিউল আউয়াল, ১৪৪৬

ফেনীতে বন্যার্তদের পাশে জিয়াউর রহমান ফাউন্ডেশন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৪ ০৩:২৬

আপডেট: ২৬ আগস্ট, ২০২৪ ১৬:৪০

শেয়ার

ফেনীতে বন্যার্তদের পাশে জিয়াউর রহমান ফাউন্ডেশন
বন্যাদুর্গতদের ত্রাণ দিতে কাজ করছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা। ছবি: সংগৃহীত

বন্যাকবলিত ফেনী জেলায় ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ কার্যক্রম শুরু করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন।

ফাউন্ডেশনের সভাপতি তারেক রহমানের নির্দেশে এবং নির্বাহী পরিচালক ডা. ফারহাদ হালিম ডোনারের নেতৃত্বে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। বন্যায় ক্ষতিগ্রস্ত ১২০০ পরিবারের মাঝে খাদ্য, বিশুদ্ধ পানি, ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী দেয়া হবে।

জিয়াউর রহমান ফাউন্ডেশন ফেনী সদর, ছাগলনাইয়া, দাগনভূঞা ও সোনাগাজী উপজেলায় ত্রাণ বিতরণ করছে।

ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক দল বন্যাকবলিত এলাকা পরিদর্শনের ত্রাণ সামগ্রী বিতরণে সহায়তা করছে। পাশাপাশি দলটি প্রাথমিক চিকিৎসাসেবা ও বন্যার পানিতে আটকে পড়া মানুষদের উদ্ধারে সক্রিয় ভূমিকা পালন করছে

শিশুদের জন্য পুষ্টিকর খাবার এবং শিক্ষা উপকরণ বিতরণ করা হচ্ছে। এ ছাড়া যারা চিকিৎসা সহায়তার প্রয়োজন তাদের জন্য জরুরি ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে। যেসব পরিবার সম্পূর্ণরূপে ঘরবাড়ি হারিয়েছে, তাদের পুনর্বাসনের জন্য ফাউন্ডেশন বিশেষ উদ্যোগ নিয়েছে।