শনিবার

২৮ সেপ্টেম্বর, ২০২৪
১৩ আশ্বিন, ১৪৩১
২৪ রবিউল আউয়াল, ১৪৪৬

অজ্ঞাত ১২০০ আসামি রেখে এসআই মামুন হত্যা মামলা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৪ ০৩:৩৬

আপডেট: ২৬ আগস্ট, ২০২৪ ১৬:৩৯

শেয়ার

অজ্ঞাত ১২০০ আসামি রেখে এসআই মামুন হত্যা মামলা
এসআই মামুনুর রশিদ সরকার। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৫ আগস্ট চাঁদপুরের কচুয়া থানার উপপরিদর্শক (এসআই) ৫১ বছর বয়সী মামুনুর রশিদ সরকার নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। 

রোববার বিকেলে এসআই মো. দেলোয়ার হোসেন বাদী হয়ে থানায় ওই মামলা দায়ের করেন। এতে অজ্ঞাত ১ হাজার থেকে ১ হাজার ২০০ জনকে আসামি করা হয়েছে। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি মিজানুর বলেন, মামুনুরকে হত্যার ঘটনায় রোববার বিকেলে কচুয়া থানার এসআই মো. দেলোয়ার হোসেন একটি মামলা করেছেন।

মামলার বিবরণ থেকে পুলিশ জানায়, মামুনুরকে হত্যার পাশাপাশি একদল জনতা লাঠিসোঁটা ও দেশি অস্ত্রশস্ত্র নিয়ে থানায় আক্রমণ করে। এ সময় থানার গাড়ি ভাঙচুর, অস্ত্র–গুলি ও মুঠোফোন লুট করা হয়। যার ক্ষতির পরিমাণ ১৫ লাখ টাকা।