নরসিংদীতে মৎস্যজীবী লীগ নেতা লিজন মোল্লাকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার রাত ১২টার দিকে শহরের বাসাইল এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে।
নিহত ৩০ বছর বয়সী লিজন মোল্লা নরসিংদী শহরের বাসাইল এলাকার আলমগীর মোল্লার ছেলে এবং নরসিংদী জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সদস্য বলে জানা গেছে।
তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজিসহ ১৬টি মামলা রয়েছে।
নরসিংদী সদর থানার ওসি তানভীর আহমেদের বরাতে জানা যায়, গত রোববার রাত ১২টার দিকে শহরের বাসাইল এলাকায় বাড়ির অদূরে দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন ।
ওসি আরও জানান, কে বা কারা ঠিক কী কারণে লিজনকে হত্যা করল তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: