বৃহস্পতিবার

৩ এপ্রিল, ২০২৫
২০ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি কিশোরীর মৃত্যু

প্রতিনিধি, মৌলভীবাজার

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২৪ ১০:৩৯

আপডেট: ৩ সেপ্টেম্বর, ২০২৪ ১০:৪০

শেয়ার

মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি কিশোরীর মৃত্যু
প্রতীকী ছবি।

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ১৬ বছর বয়সী স্বর্ণা দাস নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার কুলাউড়া থানার ওসি বিনয় ভূষন রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার রাতে বিষয়টি জানাজানি হয়েছে। তবে এ ঘটনাটি একদিন আগের।  

থানা সূত্র জানায়, নিহত স্বর্ণা মৌলভীবাজারের জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের কালনীগড় গ্রামের বাসিন্দা পরেন্দ্র দাসের মেয়ে। স্বর্ণা স্থানীয় নিরোধ বিহারী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।

স্বর্ণার বাবা পরেন্দ্র দাস জানান, দীর্ঘদিন ধরে ভারতের ত্রিপুরায় তার বড় ছেলে থাকে। তাকে দেখতে স্বর্ণা ও তার মা রোববার রাতে স্থানীয় দুই দালালের সহযোগিতায় লালারচক সীমান্ত দিয়ে চোরাইপথে ভারতে যাওয়ার চেষ্টা করে। রাত ৯টার দিকে ভারতের কাঁটাতারের বেড়ার কাছে পৌঁছালে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি চালায়। স্বর্ণা ঘটনাস্থলে মারা গেলেও ভাগ্যক্রমে স্বর্ণার মা বেঁচে যায়।

banner close
banner close