বৃহস্পতিবার

৫ ডিসেম্বর, ২০২৪
২১ অগ্রহায়ণ, ১৪৩১
০৩ জামাদিউছ ছানি, ১৪৪৬

পাসপোর্ট অফিসে ঘুষ নেয়ার অভিযোগে দুই আনসার সদস্য প্রত্যাহার

প্রতিনিধি,কুষ্টিয়া

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২৪ ২০:২৭

শেয়ার

পাসপোর্ট অফিসে ঘুষ নেয়ার অভিযোগে দুই আনসার সদস্য প্রত্যাহার
কুষ্টিয়া পাসপোর্ট অফিস। ছবি: সংগৃহীত

কুষ্টিয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবাপ্রার্থীর কাছ থেকে ঘুষ গ্রহণের অভিযোগে দুই আনসার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

সোমবার তাদেরকে প্রত্যাহার করা হয়। এর আগে রোববার কুষ্টিয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসে ঘুষ গ্রহণের ঘটনা ঘটে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কুষ্টিয়া পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন ও জেলা আনসারের কমান্ড্যান্ট রুবায়েত বিন সালাম। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কুষ্টিয়া পাসপোর্ট অফিসে একজন সেবাপ্রার্থী পাসপোর্ট করতে গেলে কতর্ব্যরত আনসার সদস্য হেলাল উদ্দিন ও আনিসুর রহমান তাকে দ্রত পাসপোর্ট করিয়ে দেয়ার কথা বলে ১১০০ টাকা ঘুষ গ্রহণ করেন। ঘুষ গ্রহণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

ভিডিওতে দেখা যায়, ঘুষ গ্রহণ করার বিষয়টি স্বীকার করে ক্ষমা চান আনসার সদস্য। এ সময় ঘুষের টাকা তার কাছে পাওয়া যায়। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। পরে হেলাল উদ্দিন ও আনিসুর রহমানকে পাসপোর্ট অফিস থেকে প্রত্যাহার করা হয়েছে।

কুষ্টিয়া জেলা আনসারের কমান্ড্যান্ট রুবায়েত বিন সালাম বলেন, কুষ্টিয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের দুজন আনসার সদস্যকে সরিয়ে নিয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।