বৃহস্পতিবার

৩ এপ্রিল, ২০২৫
২০ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

যৌথ অভিযানের আগে রাজশাহীতে জমা ৭৩ আগ্নেয়াস্ত্র

প্রতিনিধি,রাজশাহী

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর, ২০২৪ ১৪:৪১

আপডেট: ৪ সেপ্টেম্বর, ২০২৪ ১৪:৪৫

শেয়ার

যৌথ অভিযানের আগে রাজশাহীতে জমা ৭৩ আগ্নেয়াস্ত্র
রাজশাহী জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মীর্জা ইমাম উদ্দিন। ছবি: সংগৃহীত

রাজশাহী জেলায় ইস্যু করা সর্বমোট ১৯৭টি লাইসেন্স করা অস্ত্রের মধ্যে মঙ্গলবার বিকেল পর্যন্ত ৭৩টি অস্ত্র জমা হয়েছে বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মীর্জা ইমাম উদ্দিন।

বুধবার দুপুর ১টার দিকে অতিরিক্ত ম্যাজিস্ট্রেট বাংলা এডিশনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজশাহীতে ১৯৭ টি অস্ত্রের লাইসেন্স ইস্যু করা থাকলেও ৪১টি অস্ত্র ক্রয় করা হয়নি।

তিনি আরও জানান, ফেরতযোগ্য ১৫৬ অস্ত্রের মধ্যে গতকাল বিকাল পর্যন্ত জেলায় জমা হয়েছে ৭৩ টি অস্ত্র।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বলেন, ‘আমরা অন্য ব্যক্তিদের সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু অনেকের সঙ্গেই যোগাযোগ করা যাচ্ছে না। এ ব্যাপারে আজ বিকালে একটি মিটিং রয়েছে।’

banner close
banner close