বৃহস্পতিবার

৩ এপ্রিল, ২০২৫
২০ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

কারাগার থেকে পলাতক ২৫ মামলার আসামি গ্রেফতার

প্রতিনিধি,কুষ্টিয়া

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর, ২০২৪ ১৯:১১

আপডেট: ৪ সেপ্টেম্বর, ২০২৪ ১৯:১৯

শেয়ার

কারাগার থেকে পলাতক ২৫ মামলার আসামি গ্রেফতার
পলাতক আসামি সামিরুল মণ্ডল। ছবি: সংগৃহীত

সম্প্রতি কুষ্টিয়া জেলা কারাগার থেকে পলাতক ২৫ মামলার আসামি সামিরুল মণ্ডল র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছেন।

বুধবার এক প্রেস ব্রিফিংয়ে কুষ্টিয়া র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইলিয়াস খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গেল রাত দেড়টায় ঝিনাইদহ জেলার শৈলকূপা থানার ধর্মপাড়া এলাকা থেকে কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর গ্রামের সামসুদ্দিন মণ্ডলের ছেলে পলাতক আসামি ৩৫ বছর বয়সী সামিরুল মন্ডলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ডাকাতি, মারামারি, অস্ত্র ও বিস্ফোরক আইনে ২৫টি মামলা রয়েছে।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের একদিন পর কুষ্টিয়া জেলা কারাগারের তালা ভেঙে সামিরুলসহ ৯৮ জন কারাবন্দি পালিয়ে যান।

এই ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় মামলা করা হলে পলাতক আসামিদের গ্রেফতারের ব্যাপারে র‍্যাব উদ্যোগী হয়ে গোয়েন্দা নজরদারি শুরু করে।

র‍্যাব কমান্ডার ইলিয়াস খান আরও বলেন, জেল পলাতক বাকি কারাবন্দিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। গ্রেফতার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

banner close
banner close