শনিবার

২৮ সেপ্টেম্বর, ২০২৪
১৩ আশ্বিন, ১৪৩১
২৪ রবিউল আউয়াল, ১৪৪৬

বন্যায় ঘর হারানোদের বাসস্থান দেবে সরকার: ধর্ম বিষয়ক উপদেষ্টা

প্রতিনিধি,লক্ষীপুর

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর, ২০২৪ ১২:০৩

আপডেট: ৫ সেপ্টেম্বর, ২০২৪ ১৩:৩৮

শেয়ার

বন্যায় ঘর হারানোদের বাসস্থান দেবে সরকার: ধর্ম বিষয়ক উপদেষ্টা
ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ছবি: সংগৃহীত

যাদের বাড়িঘর বন্যার পানিতে ভেসে গেছে অন্তর্বর্তী সরকার তাদের ঘর তৈরি করে দেবে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

লক্ষ্মীপুর সদরের আল আরাবিয়া দারুল উলুম মাদরাসায় বৃহস্পতিবার সকালে বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ কর্মসূচিতে এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘দুর্যোগ-দুর্দিনে অন্তর্বর্তীকালীন সরকার মানুষের পাশে থাকবে। প্রশাসন-ছাত্রসমাজের পাশাপাশি দুর্গতদের সঙ্গে আছেন আলেমরাও।’

বন্যাকবলিত এলাকায় সরকারি-বেসরকারি উদ্যোগে খাবার-বস্ত্র বিতরণ করার পাশাপাশি বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান ড. খালিদ হোসেন।