সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের ছেলে শিরহান শরীফ তমালকে পাবনার ঈশ্বরদী এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।
র্যাব-১২ আজ শুক্রবার এক খুদে বার্তায় জানিয়েছে, শিরহানের কাছ থেকে অবৈধ জিনিসপত্র পাওয়া গেছে। এর মধ্যে আছে, বিদেশি একটি পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, ১০ পিস ইয়াবা। শরীফ তমালের প্রাইভেট কারটিও জব্দ করেছে র্যাব।
শিরহান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় এজহারনামীয় আসামি। তিনি পলাতক ছিলেন বলেও জানিয়েছে র্যাব।
আরও পড়ুন: