বৃহস্পতিবার

৫ ডিসেম্বর, ২০২৪
২১ অগ্রহায়ণ, ১৪৩১
০৩ জামাদিউছ ছানি, ১৪৪৬

যশোরে জামায়াতের ৩ কর্মসূচি পালন

প্রতিনিধি,যশোর

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০২৪ ১৪:২০

শেয়ার

যশোরে জামায়াতের ৩ কর্মসূচি পালন
যশোর জামায়াতের কর্মী সম্মেলনে বক্তব্য রাখছেন নেতারা। ছবি: বাংলা এডিশন

যশোরে শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৃথক ৩টি কর্মসূচি পালিত হয়েছে।

যশোর শহর সাংগঠনিক জেলা পেশাজীবী থানার মহিলা বিভাগের উদ্যোগে সকাল ৯ টায় শহরের একটি রেস্টুরেন্টে মহিলা কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। মহিলা বিভাগ সেক্রেটারি মৌলুদা খুশি সম্মেলনে সভাপতিত্ব করেন।

বিকাল ৪ টায় শহরের পার্কভিউ রেস্টুরেন্টে পেশাজীবী থানার ব্যবসায়িক ওয়ার্ডের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ওয়ার্ড সভাপতি মাওলানা আবুল কাশেম। একই সময়ে আইডিয়াল ওয়ার্ডের উদ্যোগে বালিয়াডাঙ্গা বিসিক শিল্পনগরী এলাকায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড সভাপতি জাকির হোসেন এতে সভাপতিত্ব করেন।

এসব কর্মসূচিতে অতিথি ছিলেন যশোর শহর সাংগঠনিক জেলা নায়েবে আমির বেলাল হোসাইন, পেশাজীবী থানা সভাপতি খন্দকার রশিদুজ্জামান রতন, অধ্যাপক শামসুজ্জামান, আবু ফয়সাল, গাউসুল আজম, রেজাউল করিম, মুফতি জসিম উদ্দিন, হাফেজ মাইনুল ইসলাম।