শনিবার

২৩ নভেম্বর, ২০২৪
৯ অগ্রহায়ণ, ১৪৩১
২২ জামাদিউল আউয়াল, ১৪৪৬

অবৈধভাবে বালু উত্তোলন: বাংলা এডিশনে সংবাদ প্রকাশের পর ড্রেজার ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা

প্রতিনিধি,মানিকগঞ্জ

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০২৪ ২০:৩০

আপডেট: ৮ সেপ্টেম্বর, ২০২৪ ২১:২৬

শেয়ার

অবৈধভাবে বালু উত্তোলন: বাংলা এডিশনে সংবাদ প্রকাশের পর ড্রেজার ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা
মানিকগঞ্জে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের চিত্র। ছবি: বাংলা এডিশন

মানিকগঞ্জের সিঙ্গাইরে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে নদী থেকে বালু উত্তোলনের খবর ‘বাংলা এডিশন’ নিউজ পোর্টালে প্রকাশিত হওয়ার পর ওই ড্রেজার ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার বসুর নির্দেশে ২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা।

মামলার আসামিরা হলেন- ড্রেজার ব্যবসায়ী তারেক ও আবুল কন্ট্রাক্টর।

সংশলিষ্ট সূত্রে জানা যায়, সিঙ্গাইর উপজেলার তালেবপুর ইউনিয়নের ইরতা-কলাবাগান এলাকার গাজীখালী নদী থেকে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে বিভিন্ন জায়গায় বিক্রি করছিলেন ওই চক্রটি।

এটি নিয়ে রোববার ‘বাংলা এডিশন’ নিউজ পোর্টালে ‘অবৈধ ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন; হুমকিতে কৃষিজমি ও বসতবাড়ি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে স্থানীয় প্রশাসনের। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ইউনিয়ন ভূমি সহকারী আজাহার আলী ড্রেজার বাজেয়াপ্ত করে জড়িত দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার বসু বলেন, ‘বাংলা এডিশন’ নিউজ পোর্টালে খবর প্রকাশিত হওয়ার পর বিষয়টি আমার নজরে আসলে ইউনিয়ন ভূমি সহকারীকে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের নির্দেশ দেয়া হয়।