বৃহস্পতিবার

৩ এপ্রিল, ২০২৫
১৯ চৈত্র, ১৪৩১
৫ শাওয়াল, ১৪৪৬

আবু সাঈদ হত্যা মামলায় বরখাস্তকৃত ২ পুলিশ সদস্য চারদিনের রিমান্ডে

প্রতিনিধি,রংপুর

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৪ ১৩:০৩

আপডেট: ১০ সেপ্টেম্বর, ২০২৪ ১৩:০৮

শেয়ার

আবু সাঈদ হত্যা মামলায় বরখাস্তকৃত ২ পুলিশ সদস্য চারদিনের রিমান্ডে
শহীদ আবু সাঈ্‌দ। ছবি: সংগৃহীত

গত ১৬ জুলাই বৈম্যবিষরোধী ছাত্র আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদ নিহত হওয়ার ঘটনায় অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে সোমবার গ্রেফতার করে পিবিআই।

পিবিআইয়ের পুলিশ সুপার জাকির হোসেন বলেন, ‘এএসআই মো. আমীর আলী ও সুজন চন্দ্র রায় পুলিশ লাইনে নজরদারিতে ছিলেন। আজ অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে রিমান্ড শুনানির জন্য আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত তাদের ৪ দিনের রিমান্ড মনজুর করেন।'

উল্লেখ্য যে আবু সাঈদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রথম শহীদ। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বাদশ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

banner close
banner close