মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরম হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এ বিষয়ে গত ৯ সেপ্টেম্বর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সম্পাদক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন আলী হোসেন নামে এক মৎস ব্যবসায়ী।
ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা গেছে, আলী হোসেন ধলেশ্বরী নদীর বাঘুলী এলাকায় ভেসাল জাল দিয়ে মৎস শিকার করেন। গত ৫ সেপ্টেম্বর চান্দহর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরম হোসেন তার কাছে এক লক্ষ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় বিভিন্ন ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি দিয়ে এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করেন।
এ ছাড়াও স্বেচ্ছাসেবক দলের এই নেতার বিরুদ্ধে একই এলাকার বালু ব্যবসায়ী ফয়সালের নিকট ২০ হাজার ও বাঘুলী খেয়া ঘাটের ইজারাদারের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ রয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত আরম হোসেন বলেন, চাঁদা দাবির বিষয়টি পুরোপুরি মিথ্যা ও বানোয়াট। আমি কারও কাছে কোন চাঁদা দাবি করিনি। আমরা বিএনপি নেতাকর্মীরা বিলটি উন্মুক্ত করার দাবি জানিয়ে সবাইকে ভেসাল বসাতে নিষেধ করেছি।
এদিকে ঐ বিলের মৎস্যজীবীরা বলেন ২০ বছর ধরে এখানে মাছ ধরে আসছি, এতদিন কেউ কোন বাধা দেয়নি।
আরও পড়ুন: