শনিবার

১৯ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

হবিগঞ্জে প্রাণী সম্পদ অধিদফতরের ছাগল আত্মসাৎ

প্রতিনিধি,হবিগঞ্জ

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৪ ১২:৪৫

আপডেট: ১১ সেপ্টেম্বর, ২০২৪ ২০:৫৬

শেয়ার

হবিগঞ্জে প্রাণী সম্পদ অধিদফতরের ছাগল আত্মসাৎ
প্রতীকী ছবি

হবিগঞ্জের আজমিরীগঞ্জে প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের বিরুদ্ধে ২০২২-২৩ অর্থবছরে উন্নয়ন প্রকল্পের আওতায় বিনামূল্যে ছাগল এবং ছাগলের খাদ্য ও ঔষধ বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে উপজেলা প্রাণী সম্পদ অধিদফতরের বিরুদ্ধে। নামে মাত্র ছাগল বিতরণ ও কম দামের অসুস্থ ছোট ছাগল ও ছাগল পালনের জন্য নিম্ন মানের খাবার বিতরণ করে বরাদ্দের বেশিরভাগ অর্থ সংশ্লিষ্টরা করেছেন ভাগাভাগি।

সরেজমিনে খোঁজ নিয়ে দেখা যায়, সদর ইউনিয়নের মির্জাপুর গ্রামের প্রতিবন্ধী রাজিয়া আক্তারের নাম তালিকায় থাকলেও ছাগল পাননি তিনি। রাজিয়া আক্তার বলেন, ‘আমি গরীব মানুষ প্রতিবন্ধী ভাতা পাই। তবে কোনো ছাগল পাইনি। যারা আমার ছাগল আত্মসাৎ করেছে তাদের শাস্তি চাই।‘ একই গ্রামের তালিকাপ্রাপ্ত  সারর্থি সূত্রধরের স্বামী মতিলাল সূত্রধর জানান, তাঁর স্ত্রীর নাম থাকা সত্বেও কোনো ছাগল পাননি তারা।

তালিকাপ্রাপ্ত একই গ্রামের ইমরুল জানান, ‘ছাগল আমার নামে ছিলো তবে আমার ভাই গরীব বলে তাকে দেওয়া হয়েছে।‘ একই গ্রামের তালিকাপ্রাপ্ত নাজমা আক্তার সরকারিভাবে কোনো ছাগল পাননি বলে জানান। মির্জাপুর গ্রামের তালিকাপ্রাপ্ত অসহায় রোম্পা আক্তার জানান,’নাম থাকা সত্বেও কোনো ছাগল পাইনি আমরা।'

জলসুখা ইউনিয়নের ফারুক মিয়া জানান, ‘রোগান্বিত ছাগল বিতরণ করায়, আমার ২টার মাঝে একটা মারা গেছে তবে অভিযোগ জানাইছি। খাদ্য দেয়া হয়েছিল তবে পরিমাণে কম।‘

তালিকাপ্রাপ্ত বদলপুরের পিটুয়ার কান্দি গ্রামের সাজমা আক্তারের পরিবারের সাথে যোগাযোগ করে জানা যায় তারাও কোনো ছাগল পাননি। একই গ্রামের গোলাম হোসেন বলেন ‘আমাদের নামের তালিকা নিলেও আমরা কোনো ছাগল পাইনি।‘

এবিষয়ে আজমিরীগঞ্জ প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ হলেও ফোন না ধরায় কোনো বক্তব্য পাওয়া যায়নি তার।

 

banner close
banner close