রবিবার

২৪ নভেম্বর, ২০২৪
৯ অগ্রহায়ণ, ১৪৩১
২২ জামাদিউল আউয়াল, ১৪৪৬

শিক্ষার্থীদের ‘আপনি’ সম্বোধনের নির্দেশ রাবি হল প্রাধ্যক্ষের

প্রতিনিধি,রাজশাহী

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৪ ১৫:১১

আপডেট: ১১ সেপ্টেম্বর, ২০২৪ ১৫:৪৩

শেয়ার

শিক্ষার্থীদের ‘আপনি’ সম্বোধনের নির্দেশ রাবি হল প্রাধ্যক্ষের
রাবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল। ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রশাসন শিক্ষার্থীদের ‘আপনি’ সম্বোধনের নির্দেশ দিয়েছে। হলের কর্মকর্তা, সহায়ক ও সাধারণ কর্মচারীদেরকে শিক্ষার্থীদের ‘তুমি’র পরিবর্তে ‘আপনি’ সম্বোধনের নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া, হল গেটে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে।

গত সোমবার প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জামিরুল ইসলামের এক বিবৃতিতে জানানো হয়, বর্তমান ছাত্ররা ভবিষ্যতের পথপ্রদর্শক। ছাত্রদের আন্দোলনের মাধ্যমেই জাতি বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে স্বাধীন মত প্রকাশের অধিকার অর্জন করেছে। সুতরাং সকল কর্মকর্তা ও কর্মচারীকে অফিসিয়াল কার্যক্রমে নম্র ও ভদ্রতার পরিচয় রাখার জন্য বলা হচ্ছে।

ড. জামিরুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতার ভিত্তিতে এই পরামর্শ দিয়েছিলেন, যা থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আশা করা যাচ্ছে যে, এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থী ও কর্মচারীদের মধ্যে সম্পর্ক উন্নত হবে। তিনি আরও আশা করেন, বঙ্গবন্ধু হলের বাইরে অন্যান্য হলগুলোতেও এই সংস্কৃতি প্রচলিত হবে এবং এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়বে।