শনিবার

২৮ সেপ্টেম্বর, ২০২৪
১৩ আশ্বিন, ১৪৩১
২৫ রবিউল আউয়াল, ১৪৪৬

হামলার অভিযোগে ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মামলা

প্রতিনিধি,হবিগঞ্জ

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:২৩

আপডেট: ১২ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:২৫

শেয়ার

হামলার অভিযোগে ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মামলা
ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। ছবি: সংগৃহীত

হবিগঞ্জের চুনারুঘাটে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার নির্দেশ দেয়ার অভিযোগে সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনসহ দেড় শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) চুনারুঘাট থানায় যুবদল নেতা নাসির উদ্দিন মামলাটি দায়ের করেন। অভিযোগে বলা হয়, গত ১৬ জুলাই চুনারুঘাটে ছাত্র আন্দোলনে সুমনের নির্দেশে ইটপাটকেল নিক্ষেপ ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা করা হয়।

এই মামলায় মোট ৯৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া আরও ৭০-৮০ জন ব্যক্তিকে অজ্ঞাত আসামি করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, অন্যান্য আসামিদের মধ্যে রয়েছে- চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র সাইফুল আলম রুবেল, ইউপি চেয়ারম্যান জাকির হোসেনের নাম।

এ ছাড়া, চুনারঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম আকবর হোসেইন জিতু এবং সাধারণ সম্পাদক আনোয়ার আলীসহ আসামির তালিকায় আছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা কবির মিয়া খন্দকার, আব্দুল হান্নান ও রজব আলী।