বৃহস্পতিবার

৩ এপ্রিল, ২০২৫
২০ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

রাজশাহীতে একসঙ্গে জন্ম নিল ৫ নবজাতক

প্রতিনিধি,রাজশাহী

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৪ ১১:১৬

আপডেট: ১২ সেপ্টেম্বর, ২০২৪ ১৩:০২

শেয়ার

রাজশাহীতে একসঙ্গে জন্ম নিল ৫ নবজাতক
রামেক হাসপাতালে পাঁচ নবজাতক। ছবি: বাংলা এডিশন

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে (রামেক) একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিয়েছেন মেরিনা খাতুন নামক এক নারী। বুধবার বেলা ১টার দিকে সিজারের মাধ্যমে নবজাতকদের জন্ম হয় বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

প্রসূতি মেরিনা খাতুন নওগার বাদলাগছি উপজেলার শ্রীরামপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী আব্দুল মজিদের স্ত্রী। মেরিনা-মজিদের ঘরে সুমাইয়া ও সুরাইয়া নামের আরও দুটি কন্যা সন্তান রয়েছে।

মেরিনাম মামা নয়ন বাবু জানান, মঙ্গলবার তার ভাগনির প্রসব ব্যথা ওঠে। পরে নওগাঁ থেকে তাকে রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন তারা এবং চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর রামেক হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। রাতেই তাকে ওই হাসপাতালে পাঠানো হয়।

স্বজনরা অবশ্য আগেই জানতেন যে মেরিনার তিনটি সন্তান হবে। বুধবার বেলা ১টায় সিজারের পর একে একে পাঁচটি সন্তান হওয়ায় সবাই অবাক হন।

রামেক হাসপাতালের স্ত্রী রোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের প্রধান রোকেয়া খাতুন বলেন, ‘অস্ত্রোপচার (সিজার) করে বাচ্চাগুলোর জন্ম হয়। এদের মধ্যে একটির ওজন এক কেজি, দুটির এক কেজি ৩০০ গ্রাম করে এবং দুটির এক কেজি ২০০ গ্রাম করে।’

মেরিনা খাতুন সাংবাদিকদের সঙ্গে তার ভাল লাগার কথা জানিয়েছেন।

তিনি বলেন, ‘আমার খুব গর্ব হচ্ছে, খুব ভালো লাগছে।’

রামেক হাসপাতাল প্রথমবারের মতো এমন বিরল ঘটনার সাক্ষী হলো।

এর আগে, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চলতি বছরের জানুয়ারিতে রুমা নামের এক নারী বিয়ের ৮ বছর পর ৫ সন্তানের জন্ম দেন।

banner close
banner close