বৃহস্পতিবার

৩ এপ্রিল, ২০২৫
২০ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

সীমান্ত দিয়ে ভারত পালিয়েছেন ডিএমপির যুগ্ন কমিশনার বিপ্লব কুমার সাহা

প্রতিনিধি,লালমনিরহাট

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৪ ১৩:০১

আপডেট: ১২ সেপ্টেম্বর, ২০২৪ ২৩:১৫

শেয়ার

সীমান্ত দিয়ে ভারত পালিয়েছেন ডিএমপির যুগ্ন কমিশনার বিপ্লব কুমার সাহা
বিপ্লব কুমার সাহা। ছবি: সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত পালিয়েছেন ঢাকা মেট্রোপলিটনের যুগ্ন কমিশনার বিপ্লব কুমার সাহা। স্থানীয়রা জানান, চোরাচালানকারিদের সহায়তায় তিনি অবৈধভাবে ভারত পালিয়ে যান।

পাটগ্রাম থানা পুলিশ জানায়, দহগ্রাম ইউনিয়নের ডাঙ্গাপাড়া ওলেরপাড়ার এলাকার পাচারকারী শুভ পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমারের পালিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন।

আওয়ামীলীগ শাসন আমলে অত্যন্ত প্রভাবশালী ছিলেন এই পুলিশ কর্মকর্তা। আওয়ামী লীগ সরকার পতনের পর পুলিশের বিভিন্ন উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের দেশত্যাগের হিড়িক পরে।

১০ সেপ্টেম্বর রাতে কোনো এক সময় আলোচিত পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার ভারতে ঢোকেন বলে স্থানীয়রা ধারণা করছেন। চোরা-চালানকারিদের এ সংক্রান্ত কয়েকটি কথোপকথনের অডিও রেকর্ড ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

banner close
banner close