.jpg)
অভিযুক্ত রেজাউল। ছবি: বাংলা এডিশন
রাজশাহী শহরের জাদুঘর সংলগ্ন এলাকা থেকে রেজাউল নামক এক ভুয়া পুলিশ সদস্যকে স্থানীয় জনতার সহায়তায় আটক করেছে রাজশাহী সিটি কলেজের শিক্ষার্থীরা।
এ সময় ছাত্ররা অভিযুক্তের ফেসবুক একাউন্ট দেখিয়ে বলেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তার প্রোফাইলে আপনারা দেখতে পারবেন সে পুলিশের ওয়াকিটকির ছবি রাখা ছাড়াও সে পুলিশের মানিব্যাগ ব্যাবহার করে। আমরা তাকে পুলিশে সোপর্দ করবো।
বাংলা এডিশনকে বিষয়টি নিশ্চিত করে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ এস এম মাসুদ পারভেজ জানান, অভিযুক্ত রেজাউলের বিরুদ্ধে মামলা হয়েছে, এ ব্যাপারে আইনী ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: