৫ আগস্ট ছাত্র-জনতার লংমার্চ টু ঢাকা কর্মসূচিতে চানখারপুল এলাকায় গুলি চালানোর ঘটনায় আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) সদস্য মো. সুজন হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের একজন কর্মকর্তা জানান, ‘সুজন হোসেনকে বৃহস্পতিবার রাতে শাহবাগ থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।’
৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পরও চানখারপুল এলাকায় ছাত্র-জনতার ওপর পুলিশ গুলি চালালে মারা যান বেশ কয়েকজন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ঐ এলাকার মানুষকে নিশানা করে গুলি করছেন আর্মড পুলিশ ব্যাটালিয়ানের সদস্যরা।
সেসময় তৎকালীন রমনা জোনের অতিরিক্ত-উপ পুলিশ কমিশনার আখতার হোসেনকে এপিবিএন সদস্যদের পাশে দাঁড়িয়ে গুলি করার নির্দেশ দিতে দেখা যায়।
আরও পড়ুন: