নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে চারটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। ডুবে যাওয়া ট্রলারগুলো হলো জানু মাঝি, দেলোয়ার মাঝি,হেলাল মাঝি ও বাবর মাঝির। এ ঘটনায় ২৫-৩০ জন জেলে নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
শুক্রবার বিকেলে এই ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত নিখোঁজ জেলেদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দা ফিরোজ আলম জানান, সাগর উত্তাল থাকায় বিকেল ৪টার দিকে মাছ ধরার ট্রলারগুলো ঘাটে ফিরতে শুরু করে। যাত্রা পথে ট্রলারগুলো মেঘনা নদীর বুডির দোনা এলাকায় পৌঁছুলে বৈরি আবহাওয়ায় কবলে পড়ে চারটি মাছ ধরার ট্রলার ডুবে যায়।
পরে আশেপাশে থাকা মাছ ধরার অন্য ট্রলারগুলো কিছু জেলেকে উদ্ধার করে। তবে জেলেদের মাছ ধরার জাল ট্রলারসহ নদীতে তলিয়ে যায়। এ ছাড়া মেঘনা নদীতে আরো কয়েকটি ট্রলার রয়েছে। এসবের এখনো কোনো খবর পাওয়া যায়নি।
নোয়াখালী হাতিয়া থানার ওসি জিসান আহমেদ বলেন, তারা মাছ ধরার ট্রলারডুবির ঘটনা সম্পর্কে অবগত থাকলেও বিস্তারিত কিছু জানতে পারেনি।
আরও পড়ুন: