শনিবার

২৮ সেপ্টেম্বর, ২০২৪
১৩ আশ্বিন, ১৪৩১
২৫ রবিউল আউয়াল, ১৪৪৬

রাজশাহী মহানগরীতে অটোরিক্সা চলাচলে নির্দেশনা

প্রতিনিধি,রাজশাহী

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৪ ১১:২৩

শেয়ার

রাজশাহী মহানগরীতে অটোরিক্সা চলাচলে নির্দেশনা
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। ছবি: সংগৃহীত

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ ১৬ সেপ্টেম্বর থেকে অটোরিক্সা চলাচলের ওপর একটি নির্দেশনা জারি করেছে।

রাজশাহী মহানগরীর সড়কগুলোতে জনদুর্ভোগের বিষয়টি আমলে নিয়েই এমন নির্দেশনা আরএমপি'র।

নির্দেশনাটি সড়কে শৃঙ্খলা আনায়ন ও পথচারীদের ভোগান্তি লাঘব করবে বলে আশা করা হচ্ছে।

নির্দেশনাটিতে ইজিবাইক/অটোরিক্সা চলাচলের ক্ষেত্রে সকাল ও বিকেল দুটি ভাগে বিভক্ত করে লাল ও সবুজ দু'রঙের ইজিবাইক/অটোরিক্সা চলাচলে নির্দেশ আরোপ করা হয়েছে।

ইজিবাইক/অটোরিক্সার চালক ও মালিকদের এই নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে আরএমপি'র পক্ষ থেকে। অন্যথায় আইনানুগ পদক্ষেপ নেয়া হবে বলেও ট্রাফিক বিভাগ থেকে জানানো হয়েছে।