শনিবার

২৮ সেপ্টেম্বর, ২০২৪
১৩ আশ্বিন, ১৪৩১
২৫ রবিউল আউয়াল, ১৪৪৬

কক্সবাজারে পৃথক স্থানে পাহাড় ধসে ৬ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৪ ১২:৩৭

শেয়ার

কক্সবাজারে পৃথক স্থানে পাহাড় ধসে ৬ জনের মৃত্যু
কক্সবাজারে পাহাড় ধসে ৬ জনের মৃত্যু। ছবি: বাংলা এডিশন

কক্সবাজারে প্রবল বর্ষণ ও ভারী বৃষ্টিতে পৃথক স্থানে পাহাড় ধসের ঘটনায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এর মধ্যে জেলা সদরের ঝিলংজায় একই পরিবারের তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অন্যদিকে উখিয়ায় রোহিঙ্গা শিবিরে পাহাড় ধসে দুই শিশুসহ তিনজন নিহত হয়েছে।

নিহতরা হলেন দক্ষিণ ডিককুলের মিজানুর রহমানের স্ত্রী ২৫ বছর বয়সী আঁখি আকতার এবং তার দুই শিশু কন্যা ৭ বছর বয়সী ময়না আকতার ও ২ বছর বয়সী মায়া আকতার । এ ছাড়াও রোহিঙ্গা শিবিরের ৩০ বছর বয়সী আব্দুর রহিম, ১০ বছর বয়সী আব্দুল হাফেজ ও ৮ বছর বয়সী আব্দুল ওয়াছেদ পাহাড় ধসের ঘটনায় নিহত হয়েছে।

নিহতের স্বজনরা জানান, ভারী বর্ষণের কারণে মিজানের বাড়ির ওপর পাহাড়ের একটি অংশ ধসে পড়ে। মিজানকে জীবিত উদ্ধার করা গেলেও তার স্ত্রী ও দুই সন্তান মাটি চাপা পড়ে। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আবদুল হান্নান জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় কক্সবাজারে মোট বৃষ্টিপাতের পরিমাণ ৩৭৮ মিলিমিটার। চলমান মৌসুমে এটি এক দিনে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড।