নার্সিং ও মিডওয়াইফারি মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগ দাবিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালের নার্সবৃন্দ বিক্ষোভ সমাবেশ এবং সাংবাদ সম্মেলন করেন।
মিডয়াইফারি অধিদফতরের মহাপরিচালকের দফতরে নার্সদের বদলি সংক্রান্ত জটিলতা ও বদলি বানিজ্য নিয়ে কথা বলতে গেলে মাকসুরা নূর নার্সদের সাথে অসদাচরণ করে।
সেই সাথে তিনি এক পর্যায়ে বলেন, ‘আপনারা ছোট্ট একটা চাকরি করেন আপনাদের দ্বিতীয় শ্রেণী দেয়া ভূল হয়েছে’ বলে হেওপ্রতিপন্ন ও কটুক্তি করেন।
তার এই উস্কানীমূলক বক্তব্যের মাধ্যমে নার্সদের মাঝে চরম অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে বলে উল্লেখ করা হয় সম্মেলনে ।
অনতিবিলম্বে নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের মহাপরিচালকের পদ হতে পদত্যাগ সহ নার্স সমাজের কাছে ক্ষমা চাইতে হবে। সেই সাথে নার্সদের জন্য মহাপরিচালক, উপ-পরিচালক ও সহকারী পরিচালকের পদে নার্সিং পেশাজীবীদের পদায়ন করতে হবে বলে দাবী করেন সম্মেলনে উপস্থিত নার্সবৃন্দেরা। নার্সিং কলেজ ও ইনস্টিটিউট গুলোতে জ্যেষ্ঠতার ভিত্তিতে নবম গ্রেডে প্রভাষক থেকে শুরু করে চাকরির মেয়াদকাল ও যোগ্যতার ভিত্তিতে সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদে পদায়নের ব্যবস্থা করতে হবে বলে দাবি জানানো হয়।
আরও পড়ুন: