রবিবার

২৪ নভেম্বর, ২০২৪
৯ অগ্রহায়ণ, ১৪৩১
২২ জামাদিউল আউয়াল, ১৪৪৬

চট্টগ্রামে শিপইয়ার্ডে বিস্ফোরণ: দগ্ধ আরো দুইজন নিহত

প্রতিনিধি,চট্টগ্রাম

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৪ ১৬:২২

শেয়ার

চট্টগ্রামে শিপইয়ার্ডে বিস্ফোরণ: দগ্ধ আরো দুইজন নিহত
সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণ। ছবি: বাংলা এডিশন

চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হওয়া ৪৮ বছর বয়সী জাহাঙ্গীর আলম ও ২৩ বছর বয়সী বরকত উল্লাহ নামে আরো দুইজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তারা মারা যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম।

নিহত জাহাঙ্গীর পিরোজপুর জেলার কাউখালীর আবেদ আলী হাওলাদারের ছেলে এবং বরকতুল্লাহ চট্টগ্রামের পটিয়া থানার মো. আইয়ুব আলীর ছেলে।

জানা গেছে, তারা দুজনেই ওই শিপ ইয়ার্ড এলাকার বাসিন্দা।