রবিবার

২৪ নভেম্বর, ২০২৪
৯ অগ্রহায়ণ, ১৪৩১
২২ জামাদিউল আউয়াল, ১৪৪৬

ভারতে পালানোর সময় সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও জেমসন মাহবুব আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:২৮

আপডেট: ১৬ সেপ্টেম্বর, ২০২৪ ১১:৩৩

শেয়ার

ভারতে পালানোর সময় সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও জেমসন মাহবুব আটক
কোলাজ: বাংলা এডিশন

ভারতে পালানোর সময় ময়মনসিংহ উপজেলার ধোবাউড়া এলাকায় আটক হয়েছেন সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু । আটকের পর তাদেরকে ময়মনসিংহ উপজেলার ধোবাউড়া থানায় রাখা হয়েছে।

তাদের সঙ্গে আরও আটক হয়েছেন একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান ও গাড়িচালক সেলিম।

একটি প্রাইভেট কার নিয়ে দেশত্যাগের উদ্দেশ্যে সীমান্তের দিকে যাচ্ছিলেন তারা। পরে রোববার রাতে সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে স্থানীয়রা।

ধোবাউড়া থানা পুলিশের ওসি মো. চাঁন মিয়া আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, 'বলেন, চারজন ধোবাউড়া-পূর্বধলা সীমান্তবর্তী এলাকা থেকে আটক হন। বর্তমানে তাঁরা থানা-পুলিশের হেফাজতে আছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।'

শ্যামল দত্ত দৈনিক ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক। একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক ছিলেন মোজাম্মেল বাবু।

এর আগে সপরিবারে ভারতে যাওয়ার সময় দৈনিক ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্তকে আটকে দিয়েছিল ইমিগ্রেশন পুলিশ।

৭১ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান যে 'জেমসন মাহবুব' নামে পরিচিত। জেমসন মাহবুব একুশে টেলিভিশনে 'একুশের চোখ' অনুষ্ঠানের সাবেক রিপোর্টার।  

এ ছাড়াও বর্তমানে ৭১ টেলিভিশনে দুদক ও ক্রাইম বিটের পরিচিত মুখ তিনি। তার বাড়ি ময়মনসিং জেলায় হওয়ায় সে ৭১ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবুকে ভারতে পালাতে সহযোগিতা করার জন্যই সেই টিমের সঙ্গে ছিল।