বৃহস্পতিবার

৩ এপ্রিল, ২০২৫
২০ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

চট্টগ্রামে ছুরিকাঘাতে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ

প্রতিনিধি,চট্টগ্রাম

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৪ ১০:৫৩

আপডেট: ১৬ সেপ্টেম্বর, ২০২৪ ১২:১৮

শেয়ার

চট্টগ্রামে ছুরিকাঘাতে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ
নিহত মুসলিম উদ্দিন। ছবি: বাংলা এডিশন

চট্টগ্রামে মো. মুসলিম উদ্দিন নামের ৪৮ বছর বয়সী এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। তবে নিহতের চাচার দাবি চাঁদাবাজির প্রতিবাদ করায় তাকে ছুরিকাঘাত করা হয়।

রবিবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে বন্দর থানার ধুপপোল মিস্ত্রিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. মুসলিম ওই এলাকার মোহাম্মদ মিয়ার পুত্র।

নিহতের চাচা মো. আলী হোসাইন বলেন, ‘মিজান নামের এক সন্ত্রাসী বিএনপি পরিচয় দিয়ে এলাকার একটি স্ক্র্যাপের দোকানে চাঁদাবাজির চেষ্টা করছিলো। এসময় দোকানটির সামনে থাকা মুসলিম প্রতিবাদ করায় তাকে ছুরিকাঘাত করে মিজান। আমরা তৎক্ষণাৎ মুসলিমকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

বন্দর থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান জানান, ‘এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো কোনো মামলা হয়নি। বিস্তারিত পরে জানানো হবে।’

banner close
banner close