বৃহস্পতিবার

৩ এপ্রিল, ২০২৫
২০ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

রাজশাহীতে এক আদিবাসী নারীকে গলা কেটে হত্যা

প্রতিনিধি,রাজশাহী

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৪ ১৬:১৮

আপডেট: ১৬ সেপ্টেম্বর, ২০২৪ ১৬:১৯

শেয়ার

রাজশাহীতে এক আদিবাসী নারীকে গলা কেটে হত্যা
প্রতীকী ছবি

রাজশাহী মহানগরীতে ৫০ বছর বয়সী শ্রীরাণী নামে এক আদিবাসী নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে। রায়পাড়া কবরস্থানের পাশে তার নিজ বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

হত্যার শিকার ওই নারী শাহ মাখদুম থানারার রায়পাড়ার মৃত অজয়ের স্ত্রী। স্থানীয়রা জানান, সোমবার সকাল সাতটার দিকে প্রতিবেশীরা শ্রীরাণীর বাসায় গিয়ে দেখেন গলাকাটা অবস্থায় তার মৃতদেহ পড়ে আছে।

ঘটনাস্থল পরিদর্শন করেন আরএমপির পুলিশ কমিশনার আবু সুফিয়ান।

শাহ মাখদুম থানার ওসি মামুন-অর-রশীদ জানান, ‘মৃতদেহটি উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করা করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। হত্যার সাথে যারাই সম্পৃক্ত থাকবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

banner close
banner close