বৃহস্পতিবার

৩ এপ্রিল, ২০২৫
২০ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

ফরিদপুরে মন্দিরে ঢুকে মূর্তি ভাঙচুরের ঘটনায় ভারতীয় নাগরিক আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:৫১

আপডেট: ১৭ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:৫৫

শেয়ার

ফরিদপুরে মন্দিরে ঢুকে মূর্তি ভাঙচুরের ঘটনায় ভারতীয় নাগরিক আটক
গ্রেফতার হওয়া ভারতীয় নাগরিক সঞ্জিত বিশ্বাস। ছবি: বাংলা এডিশন

ফরিদপুরে মূর্তি ভাঙচুরের ঘটনায় সন্দেহভাজন এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করা হয়েছে। ভাঙ্গা উপজেলার হরি মন্দির ও কালি মন্দিরে এই  ঘটনা ঘটে।

গ্রেফতারকৃত সঞ্জিত বিশ্বাস নামের যুবক ভারতের নদীয়ার নিশি কান্ত বিশ্বাসের ছেলে বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ।

এর আগেও ২০২৩ সালের ডিসেম্বরে ফরিদপুরের আলফাডাঙ্গায় ৩টি মন্দিরে ভাঙচুরের ঘটনা ঘটে। সেসময় ১০টি মূর্তি ভাঙচুরের কারণে সোনাই মালো নামের এক হিন্দু যুবককে গ্রেফতার করেছিলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এইসব কার্যকলাপ সম্পর্কে স্থানীয়দের অভিযোগ, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট এবং মুসলিমদের সাথে দাঙ্গা বাঁধাতে, হিন্দুদের একটি মহল পরিকল্পিতভাবে মন্দিরে মূর্তি ভাঙার কাজ চালিয়ে যাচ্ছে।

banner close
banner close