শনিবার

২৮ সেপ্টেম্বর, ২০২৪
১৩ আশ্বিন, ১৪৩১
২৫ রবিউল আউয়াল, ১৪৪৬

আশুলিয়ায় গার্মেন্ট কর্মীদের সংঘর্ষে ১ নারী শ্রমিক নিহত

প্রতিনিধি, সাভার

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৪ ১২:৪৫

শেয়ার

আশুলিয়ায় গার্মেন্ট কর্মীদের সংঘর্ষে ১ নারী শ্রমিক নিহত
শ্রমিক সংঘর্ষ ও নিহত নারীর আইডি কার্ড (ডানে)। কোলাজ: বাংলা এডিশন

সাভার উপজেলার আশুলিয়ার মাস্কট গার্মেন্টস ফ্যাক্টরির সামনে শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

মঙ্গলবার আশুলিয়ার জিরাবো এলাকায় এ ঘটনা ঘটে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আশুলিয়া থানা পুলিশের পরিদর্শক (ওসি, তদন্ত) মো. কামাল হোসেন।

নিহত মোছা. রোকেয়া বেগম ম্যাসকট গার্মেন্টসের সহকারী সেলাই মেশিন অপারেটর ছিলেন। তিনি ২০২১ সালের ১ ডিসেম্বর কারখানাটিতে যোগ দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে মাস্কট গার্মেন্টসের শ্রমিকদের সঙ্গে রেডিয়েন্স গার্মেন্টস শ্রমিকদের সংঘর্ষ হয়। এতে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। তার মরদেহ জিরাবোর পিএমকে হাসপাতালে রাখা হয়েছে। আহত দুইজনকে হাসপাতালে নেয়া হয়েছে। তবে সড়কের কোথাও কোন অবরোধ নেই।

সাভার-আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলে দুই সপ্তাহের বেশি সময় ধরে গার্মেন্টস শ্রমিকদের অস্থিরতা চলছে। যদিও শ্রমিকেরা গত রোববার শান্তিপূর্ণভাবে কাজ করছেন। তবে দুই ডজন কারখানা বন্ধ ও ছুটি ছিল।