শনিবার

১৯ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

নাটোরের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা

প্রতিনিধি, নাটোর

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৪ ১৬:৫০

আপডেট: ১৭ সেপ্টেম্বর, ২০২৪ ১৬:৫৩

শেয়ার

নাটোরের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা
প্রতীকী ছবি

নাটোরের গুরুদাসপুর উপজেলায় বৃচাপিলা গ্রামে ডাকাতি করার সময় বাধা দিলে ৮০ বছর বয়সী হারেস আলী নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে ডাকাতদল। এ সময় নিহতের স্ত্রী হোলেদা বেগম আহত হয়েছেন।

মঙ্গলবার ভোররাতে এ ঘটনা ঘটেছে। হত্যার সঙ্গে জড়িত থাকার অপরাধে একই গ্রামের সুমন আলী, মাসুদ রানা ও মনিরুল ইসলামকে আটক করেছে গুরুদাসপুর থানা পুলিশ।

গুরুদাসপুর থানার ওসি উজ্জল হোসেন বলেন, ‘সোমবার দিবাগত রাতে বৃদ্ধ হারেজ আলী ও তার স্ত্রী ঘুমিয়ে পড়েন। ভোর রাতের মই দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে দেশিয় অস্ত্র দেখিয়ে আতঙ্ক সৃষ্টি করে ডাকাতির চেষ্টা করে চার যুবক। বৃদ্ধ দম্পতি বাধা দিলে দুইজনকেই এলোপাথাড়ি কুপিয়ে চলে যায় ডাকাতরা। এতে ঘটনাস্থলেই বৃদ্ধ হারেজ আলীর মৃত্যু হয়।'

ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

banner close
banner close