শনিবার

১৯ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

সিরাজগঞ্জের পুকুরে ভাসছিল যুবকের মরদেহ

প্রতিনিধি, সিরাজগঞ্জ

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৪ ১৬:৫৯

শেয়ার

সিরাজগঞ্জের পুকুরে ভাসছিল যুবকের মরদেহ
ফাইল ছবি।

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুকুর থেকে ভাসমান অবস্থায় ৩৫ বছর বয়সী আশরাফ আলী নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার সকালে উপজেলার পূর্ণিমাগাতী ইউনিয়নের দহপাড়া গ্রামের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আশরাফ আলী উল্লাপাড়ার পূর্ণিমাগাতী ইউনিয়নের বামন ঘিয়ালা গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত ৩ দিন আগে কাজের সন্ধানে বাড়ি থেকে বের হয় আশরাফ আলী। পরে বাড়িতে না ফেরায় আত্মীয় স্বজনদের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। সকালে দহপাড়া গ্রামের পুকুরে অজ্ঞাত ব্যক্তির লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যরা লাশটি আশরাফ আলীর বলে শনাক্ত করেন।

উল্লাপাড়া মডেল থানার ওসি রাকিবুল হাসান জানান, পুকুরে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা খবর দেয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মুনসুর আলীর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে এবং তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

banner close
banner close