শনিবার

১৯ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় তল্লাশি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:৫৭

আপডেট: ১৮ সেপ্টেম্বর, ২০২৪ ১০:০৬

শেয়ার

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় তল্লাশি
রাজধানীর মণিপুরীপাড়ায় আসাদুজ্জামান খাঁন কামালের বাসায় অভিযান। ছবি: বাংলা এডিশন

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের ছেলে শাফি মোদ্দাসির খাঁন জ্যোতির জিজ্ঞাসাবাদ চলাকালীন সময়েই তাদের বাসায় তল্লাশি চালিয়েছে যৌথ বাহিনী। মঙ্গলবার রাতে রাজধানীর মণিপুরীপাড়ার বাসায় অভিযান পরিচালনা করা হয়।

প্রায় তিন ঘণ্টা ধরে চলা এই অভিযানে পুরো ভবনে তল্লাশি চালিয়ে জ্যোতির রুম থেকে দুটি হরিণের শিং, একটি জেব্রা ও হরিণের চামড়া উদ্ধার করে যৌথ বাহিনী। এ ছাড়া সন্দেহভাজন আরও ৪ জনকে আটক করা হয়েছে। তাদের কাছে থাকা নগদ তিন লাখ টাকা এবং দুটি মোবাইলসহ বেশকিছু জিনিসপত্র জব্দ করা হয়।

আশুলিয়া থানায় একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার জ্যোতির ৪ দিনের রিমান্ডের আজ শেষ দিন। এছাড়া অস্ত্র ও মাদক উদ্ধারে জ্যোতিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে দ্বিতীয় দফায় রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছেন তেজগাঁও জোনের এডিসি সাইরুল কবির।

banner close
banner close