শনিবার

১৯ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

গোপালগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

প্রতিনিধি, গোপালগঞ্জ

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৪ ১০:৫২

শেয়ার

গোপালগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
প্রতীকী ছবি।

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৫৫ বছর বয়সী সতীশ রায় নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ছাড়া এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

উপজেলার মহিষতুলী গ্রামে মঙ্গলবার রাত ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল বলেন, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে ওই গ্রামের সুদীপ ও মিলন মন্ডলের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জেড়ে দুই বংশের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

এ সময় সতীশ সংঘর্ষ ঠেকাতে গেলে পেছন থেকে তার মাথায় আঘাত করা হয়। এতে সে গুরুতর আহত হন। পরে মুকসুদপুর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

banner close
banner close