শনিবার

১৯ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

রংপুর আওয়ামী লীগ নেতা তুষার কান্তি মণ্ডল সাভার থেকে গ্রেফতার

প্রতিনিধি, রংপুর

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৪ ১১:৪৫

আপডেট: ১৮ সেপ্টেম্বর, ২০২৪ ১১:৪৫

শেয়ার

রংপুর আওয়ামী লীগ নেতা তুষার কান্তি মণ্ডল সাভার থেকে গ্রেফতার
আওয়ামী লীগ নেতা তুষার কান্তি মণ্ডল। ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর আত্মগোপনে থাকা রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডলকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার ঢাকার সাভার এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-১৩।

‌র‌্যাব-১৩ এর মিডিয়া সেল জানায়, ঢাকার সাভার থেকে তুষার কান্তি মণ্ডলকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

তার নামে ছাত্র-জনতার আন্দোলনে নিহত শিক্ষার্থী আব্দুল্লাহ আবু তাহির, অটোচালক মানিক মিয়া, ফল ব্যবসায়ী মেরাজুল ইসলাম মিরাজ, স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন মিলন, সবজি বিক্রেতা সাজ্জাদ হোসেন হত্যা মামলাসহ আরও একাধিক হত্যাচেষ্টা, ভাঙচুর, লুটপাট ও আত্মসাতের মামলাসহ তার বিরুদ্ধে মোট ১১টি মামলা রয়েছে। ।

banner close
banner close