রবিবার

২৪ নভেম্বর, ২০২৪
৯ অগ্রহায়ণ, ১৪৩১
২২ জামাদিউল আউয়াল, ১৪৪৬

সিরাজগঞ্জর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু, আহত ২

প্রতিনিধি, সিরাজগঞ্জ

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৪ ১৩:১৮

আপডেট: ১৮ সেপ্টেম্বর, ২০২৪ ১৩:৪০

শেয়ার

সিরাজগঞ্জর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু, আহত ২
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিক নিহত। ছবি: বাংলা এডিশন

সিরাজগঞ্জের শাহজাদপুর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২৪ বছর বয়সী মোহাম্মদ নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আব্দুল্লাহ ও মঞ্জরুল নামের আরও ২ শ্রমিক আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে শাহজাদপুর পৌরশহরের ডাক বাংলোর নির্মাণাধীন একটি ভবনে পাইলিংয়ের সময় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ ময়মনসিংহের ফুলপুর উপজেলার মো. বক্করের ছেলে এবং আহত আব্দুল্লাহ একই উপজেলার মোকারুলের ছেলে ও মঞ্জরুল আব্দুল আজিজের ছেলে।

আহত আব্দুল্লাহসহ কয়েকজন নির্মাণ শ্রমিক বলেন, মণিরামপুর বাজারের ব্যবসায়ী আল বারাকাহ পেপার্স এর মালিক মো. লুৎফর রহমানের নির্মাণাধীন বাড়িতে পাইলিংয়ের কাজ শেষে লোহার খাঁচা লাগানোর সময় বিদ্যুতের তার স্পর্শ হয়ে শ্রমিক মোহাম্মদ মুহুর্তেই মাটিতে লুটিয়ে পড়ে।

এ সময় আব্দুল্লাহ ও মনিরুল নামের আর দুইজন আহত হয়।

পরে তাদের উদ্ধার করে নুরজাহান হাসপাতালে নিলে চিকিৎসক মোহাম্মদকে মৃত ঘোষণা করে। উন্নত চিকিৎসার জন্য আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।