রবিবার

২৪ নভেম্বর, ২০২৪
৯ অগ্রহায়ণ, ১৪৩১
২২ জামাদিউল আউয়াল, ১৪৪৬

বিডিআর বিদ্রোহে চাকরিচ্যুত সদস্যদের মানববন্ধন ও স্মারকলিপি

প্রতিনিধি, নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৪ ১৪:১৭

আপডেট: ১৮ সেপ্টেম্বর, ২০২৪ ১৪:২১

শেয়ার

বিডিআর বিদ্রোহে চাকরিচ্যুত সদস্যদের মানববন্ধন ও স্মারকলিপি
নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করছেন বিডিআর সদস্যরা। ছবি: বাংলা এডিশন

২০০৯ সালে বিডিআর বিদ্রোহের পর চাকরিচ্যুত বিডিআর সদস্যরা সব ধরনের সুযোগ-সুবিধাসহ চাকরি পুনর্বহালের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন করেছেন।

মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন। এ সময় চাকরিচ্যুত বিডিআর সদস্যরা সাত দফা দাবি পেশ করেন।

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা জানান, ২০০৯ সালে তৎকালীন সরকার প্রভু রাষ্ট্রকে সন্তুষ্ট করতে এবং বিডিআর ও বাংলাদেশ সেনাবাহিনীকে ধ্বংস করতে পিলখানা হত্যাকান্ড ঘটিয়েছে। পরবর্তীতে বিচারের নামে ফ্যাসিস্টরা ৫৪ জন বিডিআর সদস্যকে হত্যা করেছে। এ ছাড়াও ১৮ হাজার ৫২০ জন বিডিআর সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে। এ সকল বিডিআরের সদস্যরা তাদের পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছে।