শুক্রবার

৪ এপ্রিল, ২০২৫
২১ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

সমালোচনাকে সাদরে গ্রহণ করার কথা বললেন যশোরের নতুন ডিসি

প্রতিনিধি, যশোর

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৪ ১৩:৩১

আপডেট: ১৯ সেপ্টেম্বর, ২০২৪ ১৩:৩৬

শেয়ার

সমালোচনাকে সাদরে গ্রহণ করার কথা বললেন যশোরের নতুন ডিসি
সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় জেলা প্রশাসক। ছবি: বাংলা এডিশন

যশোর জেলার সাংবাদিক নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীদের সঙ্গে মত বিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম বলেছেন, ‘সমালোচনা করবেন, সমালোচনাকে সাদরে গ্রহণ করবো। সমালোচনার মাধ্যমে যশোরের যদি কিছু উপকার হয় ইনশাআল্লাহ সেটাই হবে আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।’

বুধবার বিকেলে যশোর জেলা প্রশাসকের কার্যালয় অমিত্রাক্ষর সভাকক্ষে মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন তিনি।

জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম সাংবাদিকদের উদ্দেশ্যে আরও বলেন, ‘আপনাদের সাথে পরিচয় পর্বের মাধ্যমে যশোর সম্পর্কে জানলাম।’

ছাত্র-জনতার গণআন্দোলনে সাংবাদিকরাও জীবন দিয়েছে জানিয়ে জেলা প্রশাসক বলেন, ‘অর্জিত এই স্বাধীনতার মাধ্যমে সাংবাদিকদেরও স্বাধীনতা এসেছে।’

মত বিনিময় সভায় যশোর থেকে প্রকাশিত বিভিন্ন পত্রিকা এবং ঢাকার বিভিন্ন জাতীয় পত্রিকা, টেলিভিশন চ্যানেল এবং অন লাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

banner close
banner close