শুক্রবার

৪ এপ্রিল, ২০২৫
২১ চৈত্র, ১৪৩১
৭ শাওয়াল, ১৪৪৬

জাবি’র ছাত্রলীগ নেতা হত্যার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের এক সমন্বয়ককে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৪ ২২:০২

আপডেট: ১৯ সেপ্টেম্বর, ২০২৪ ২২:০৩

শেয়ার

জাবি’র ছাত্রলীগ নেতা হত্যার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের এক সমন্বয়ককে অব্যাহতি
বাঁয়ে নিহত শামীম, ডানে অব্যাহতি পাওয়া সমন্বয়ক। ছবি: বাংলা এডিশন কোলাজ।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আহসান লাবিবকে পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়টির ছাত্রলীগের সাবেক নেতা শামীম আহমেদ মোল্লাকে মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এই সিদ্ধান্ত নেয়া হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিবৃতির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে সংঘটিত সহিংসতায় লাবিবের সংশ্লিষ্টতা থাকার অভিযোগ ওঠায় তাকে সাময়িকভাবে অব্যাহতি দেয়া হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই অব্যাহতি বহাল থাকবে। তদন্তে দোষী প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানানো হয় বিবৃতিতে।

বুধবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগের সাবেক নেতা শামীম আহমেদ মোল্লার ওপর জাবি ক্যাম্পাসে হামলা হয়। মারধরের পর গুরুতর আহত অবস্থায় ঢাকার গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান শামীম আহমেদ।

banner close
banner close