শুক্রবার

৪ এপ্রিল, ২০২৫
২১ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

মানিকগঞ্জে জমি দখলে ব্যর্থ হয়ে প্রাণনাশের হুমকি

প্রতিনিধি,মানিকগঞ্জ

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:২৭

আপডেট: ২০ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:৩০

শেয়ার

মানিকগঞ্জে জমি দখলে ব্যর্থ হয়ে প্রাণনাশের হুমকি
জোরপূর্বক জমি দখল করতে প্রাণনাশের হুমকি। ছবি: বাংলা এডিশন

মানিকগঞ্জের সিঙ্গাইরে জোরপূর্বক জমি দখল করতে ব্যর্থ হয়ে এবার প্রতিপক্ষকে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ ওঠেছে।

এর আগে বিরোধপূর্ণ ওই জমিটি দখল করতে এলে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার বাধায় পণ্ড হয়।

এ বিষয়ে ভুক্তভূগী পরিবারটি জীবনের নিরাপত্তা চেয়ে সিঙ্গাইর থানাধীন শান্তিপুর পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ করতে যান। অভিযোগ না নিয়ে তদন্ত কেন্দ্রের পুলিশ এ বিষয়ে আদালতে মামলা করতে বলেছেন।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাঘুলী গ্রামের চাঁন মিয়া তার বাড়ির পাশের আরএস ১৫৭৫ খতিয়ানের ১৯ শতাংশ জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছে। একই গ্রামের আব্দুর রহমান জমিটির মালিকানা দাবি করে আদালতে মামলা দায়ের করেন। বর্তমানে মামলাটি চলমান রয়েছে।

এদিকে শেখ হাসিনা সরকারের পতনের পর আব্দুর রহমান গং ভারাটে লোকজন নিয়ে জমিটি অবৈধ ভাবে দখল করার চেষ্টা করে। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা বাধা দেয়।

এ সময় কয়েকজন ছাত্র মারধরের শিকার হন। এক পর্যায়ে ছাত্র জনতার বাধায় তারা পিছু হটতে বাধ্য হয়।

দীর্ঘদিন ধরেই জায়গা নিয়ে চান মিয়ার সাথে বিরোধ চলছে তাদের। যেকোনো সময় অনাকাক্ষিত ঘটনা ঘটতে পারে।

অভিযুক্ত আব্দুর রহমান ও শিউলি বেগম বলেন, ‘প্রাণনাষের বিষয়টি পুরোপুরি মিথ্যা। মিথ্যা নাটক সাজিয়ে আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করছে।’

সিঙ্গাইর থানার আওতাধীন শান্তিরপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মামুনুর রশীদ বলেন, ‘জমিসংক্রান্ত কোনো অভিযোগ এখন নেয়া হচ্ছে না। এ ধরনের কোনো অভিযোগ থাকলে সবাইকে আদালতে যেতে বলা হয়েছে।’

banner close
banner close