শনিবার

২৮ সেপ্টেম্বর, ২০২৪
১৩ আশ্বিন, ১৪৩১
২৫ রবিউল আউয়াল, ১৪৪৬

হবিগঞ্জের মাধবপুরে ছাত্র আন্দোলনে নাশকতার মামলায় আসামী হলেন ৫ সাংবাদিক

প্রতিনিধি,হবিগঞ্জ

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৪ ১৩:০৬

আপডেট: ২০ সেপ্টেম্বর, ২০২৪ ১৩:০৬

শেয়ার

হবিগঞ্জের মাধবপুরে ছাত্র আন্দোলনে নাশকতার মামলায় আসামী হলেন ৫ সাংবাদিক
কোলাজ: বাংলা এডিশন

হবিগঞ্জের মাধবপুরে বিগত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হট্টগোলে ভাঙচুর ও মারামারির ঘটনায় ৫ জন সাংবাদিককে আসামী করা হয়েছে।

জানা গেছে, গত ৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতার ঘটনার জেরে দায়ের করা মামলায় আসামী হয়েছেন-দৈনিক আমাদের সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি মোহাম্মদ অলিদ মিয়া, দৈনিক সংবাদ এর মো. এরশাদ আলী, দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি শংকর পাল চৌধুরী, দৈনিক জননীর প্রতিনিধি মো. নাহিদ মিয়া ও হবিগঞ্জের বাণীর মিজানুর রহমান।

বৃহস্পতিবার মাধবপুর থানায় হওয়া মামলায় সাবেক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীকে প্রধান আসামী করে ৪৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী উপজেলার সীমান্তবর্তী ধর্মঘর ইউনিয়নের দেবপুর গ্রামের চান মিয়ার ছেলে আমিনুর রহমান।

মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘৪৬ জন আসামীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। গুরুত্বের সাথে প্রত্যেকটা বিষয়টি তদন্ত করা হচ্ছে।