শনিবার

২৮ সেপ্টেম্বর, ২০২৪
১৩ আশ্বিন, ১৪৩১
২৫ রবিউল আউয়াল, ১৪৪৬

কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

প্রতিনিধি,মানিকগঞ্জ

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:৩৬

আপডেট: ২১ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:৪০

শেয়ার

কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার
ফিরোজ হোসেন। ছবি: বাংলা এডিশন

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. ফিরোজ হোসেনকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

শুক্রবার ভোর ৪টার দিকে ধামরাই উপজেলার কুশিয়ারা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার আরিফ হোসেন।

গ্রেফতার ফিরোজ ধামরাই উপজেলার কাছৈর গ্রামের মীর হোসেনের ছেলে। ফিরোজ ধামরাই থানার চাঞ্চল্যকর ও আলোচিত শুকুর আলী হত্যাকাণ্ডের মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, ৬৫ বছর বয়সি শুকুর আলীর সাথে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল ফিরোজের। এরই ধারাবাহিকতায় ২০২০ সালের ২৪ অক্টোবর ধামরাই উপজেলার গাইরাকুল এলাকায় ফিরোজ হোসেন, জাকির ও বেশ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে শুকুরের মাথার সামনে ও পিছনে, মুখের ডান গালের চোয়ালে জখম করে মেরে ফেলে। এ ঘটনায় ভিকটিমের ছেলে ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পরে বিচার প্রক্রিয়া শেষে আদালত ২০২২ সালের ৯ নভেম্বর তাকে মৃত্যুদন্ড রায় প্রদান করেন। তারপর থেকেই ফিরোজ কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ছিলো।

সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৬ আগস্ট জেল থেকে পালিয়ে দেশের বিভিন্ন এলাকায় নিজেকে আত্মোগোপন করে আসছিলো।