শনিবার

২৮ সেপ্টেম্বর, ২০২৪
১৩ আশ্বিন, ১৪৩১
২৫ রবিউল আউয়াল, ১৪৪৬

হবিগঞ্জে দানবাক্সের টাকা নিয়ে সংঘর্ষে অর্ধশতাধিক আহত

প্রতিনিধি,হবিগঞ্জ

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৪ ১০:২০

আপডেট: ২১ সেপ্টেম্বর, ২০২৪ ১৫:৪৭

শেয়ার

হবিগঞ্জে দানবাক্সের টাকা নিয়ে সংঘর্ষে অর্ধশতাধিক আহত
হবিগঞ্জে দানের টাকা নিয়ে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। ছবি: বাংলা এডিশন

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় মসজিদের দান বাক্সের টাকা নেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

শুক্রবার দুপুরে উপজেলার মজলিশপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বানিয়াচং থানার ওসি আমিনুল ইসলাম।

এ ঘটনার পর সেনাবাহিনী, পুলিশ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

আহতরা হলেন মজলিশপুর গ্রামের শামীম মিয়া, একই গ্রামের রাশেদ মিয়া, এনামুল মিয়া, ডালিম মিয়া, সাজু মিয়া, আব্দুল হামিদ, জুবেদ মিয়া, মনছুর মিয়া, জিয়াউর মিয়া, বাচ্চু মিয়া, রাকাত মিয়া, আকিবুর মিয়া, আজাদ মিয়া ও জাহের আলীর ছেলে আছকির মিয়া।

আহতদের হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল ও বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়রা জানায়, জুমার নামাজের পর মজলিশপুর জামে মসজিদের সাবেক সভাপতি আনোয়ার মিয়া দান বাক্সের টাকা নিতে গেলে মেম্বার মনসুর মিয়ার পক্ষের লোকজন বাধা দেন। এ নিয়ে মসজিদের ভেতরেই দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে উভয় পক্ষ টেঁটা, বল্লম, রামদা ও ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দেড় ঘণ্টা সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়।