রবিবার

২৪ নভেম্বর, ২০২৪
৯ অগ্রহায়ণ, ১৪৩১
২২ জামাদিউল আউয়াল, ১৪৪৬

সিরাজগঞ্জে ২৬ কেজি গাঁজাসহ আটক এক

প্রতিনিধি, সিরাজগঞ্জ

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৪ ১৪:০৭

আপডেট: ২১ সেপ্টেম্বর, ২০২৪ ১৪:১৬

শেয়ার

সিরাজগঞ্জে ২৬ কেজি গাঁজাসহ আটক এক
নাছির উদ্দিন। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকা থেকে ২৬ কেজি গাঁজাসহ ৩৮ বছর বয়সী নাছির উদ্দিন নামে এক মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১২। এ সময় গাঁজা পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।

শনিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ এ তথ্য নিশ্চিত করেন।

শুক্রবার বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্ত্বর এলাকায় ঢাকাগামী মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়।

আটক নাছির উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া জেলার নয়নপুর মহল্লার মৃত আব্দুল আজিজের ছেলে। তিনি বর্তমানে ঢাকার যাত্রাবাড়ির উত্তর সায়দাবাদ এলাকায় বসবাস করেন। র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার আবুল হাশেম সবুজ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ‘প্রাইভেটকারে বিপুল পরিমাণ গাঁজা পাচার হচ্ছে, গোপন সংবাদে পেয়ে তথ্য প্রযুক্তি ব্যবহার করে শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোল-চত্ত্বর এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২৬ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারিকে আটক করা হয়। এসময় মাদক বহনের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।’