রবিবার

২৪ নভেম্বর, ২০২৪
৯ অগ্রহায়ণ, ১৪৩১
২২ জামাদিউল আউয়াল, ১৪৪৬

ভারতে পাচারের সময় ৮৮৫ কেজি ইলিশ মাছ জব্দ

প্রতিনিধি, সুনামগঞ্জ

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৪ ১৫:৩৫

আপডেট: ২১ সেপ্টেম্বর, ২০২৪ ১৫:৪৩

শেয়ার

ভারতে পাচারের সময় ৮৮৫ কেজি ইলিশ মাছ জব্দ
ভারতে পাচারকালে ৮৮৫ কেজি ইলিশ মাছ জব্দ। ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৮৮৫ কেজি ইলিশ মাছ জব্দ করেছে বিজিবি। শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ৪৮ বিজিবি মাছটি আটক করে।

এই ব্যাটালিয়নের দায়িত্বে থাকা সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী বাঁশতলা এলাকা দিয়ে ইলিশ মাছের একটি বড় চালান ভারতে পাচার হবে বলে জানতে পেরেছে বিজিবি। এর পরিপ্রেক্ষিতে বাংলাবাজার বিওপির এই ব্যাটালিয়নের আওতাধীন টহল দল বিকেল ৩টার দিকে ওই স্থানে বিশেষ অভিযান চালায়।

জব্দকৃত ইলিশ মাছ স্থানীয় কাস্টমসের কাছে জমা দেওয়া হবে এবং কাস্টমস প্রতিনিধির উপস্থিতিতে নিলাম প্রক্রিয়া সম্পন্ন করা হবে।