বিএনপি কর্মী মজিরউদ্দীন হত্যা মামলায় গ্রেফতার হয়েছেন রাজশাহী-৫ আসনের সাবেক সংসদ সদস্য রায়হানুল হক।
শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে রাজশাহীর চারঘাট বাজার থেকে গ্রেফতার হন তিনি।
চারঘাট মডেল থানার ওসি আফজাল হোসেন জানায়, একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক ওই সাংসদকে।
২০১৫ সালে ৫ জানুয়ারি রাজশাহীর বানেশ্বর বাজার এলাকায় গণতন্ত্র দিবস উপলক্ষে একটি সভায় বিএনপি কর্মী জমিরউদ্দীন গুলিবিদ্ধ হয়ে মারা যায়। ঐ ঘটনায় মজিরউদ্দীনের পরিবার থেকে মামলা করতে চেয়েও করতে পারেনি। অবশেষে গত ৫ আগষ্ট, শেখ হাসিনার পতন হলে মৃত মজিরউদ্দীনের স্ত্রী মাসুদা বেগম বাদী হয়ে পুঠিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলায় শেখ হাসিনাকে প্রধান আসামী করা হয়েছে। তাছাড়া মামলায় ওবায়দুল কাদের, শাহরিয়ার আলম ও গ্রেফতার রায়হানুল হকের নাম উল্ল্যেখ আছে।
আরও পড়ুন: