শনিবার

২৮ সেপ্টেম্বর, ২০২৪
১৩ আশ্বিন, ১৪৩১
২৪ রবিউল আউয়াল, ১৪৪৬

কুড়িগ্রামে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা তৈরির কারখানা পরিদর্শন জেলা প্রশাসক ও পুলিশ সুপারের

প্রতিনিধি,কুড়িগ্রাম

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৪ ১৩:৩২

আপডেট: ২২ সেপ্টেম্বর, ২০২৪ ১৩:৫২

শেয়ার

কুড়িগ্রামে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা তৈরির কারখানা পরিদর্শন জেলা প্রশাসক ও পুলিশ সুপারের
প্রতিমা তৈরির কারখানা পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার। ছবি: বাংলা এডিশন

কুড়িগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধনে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৪ সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে শনিবার রাতে কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক নুসরাত সুলতানা ও পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম কুড়িগ্রাম জেলার রাজারহাট থানাধীন বৈদ্দ্যের বাজারে প্রতিমা তৈরির কারখানা পরিদর্শন করেন।

জেলা প্রশাসক ও পুলিশ সুপার আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৪ উপলক্ষ্যে দেশের সম্প্রীতির যে সুনিপুণ মেলবন্ধন অধিকতর তরান্বিত করতে এবং কুড়িগ্রাম জেলায় সুশৃঙ্খল, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পূজা উদযাপনের লক্ষ্যে প্রতিমা তৈরির প্রত্যেকটি কারখানা ও পূজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিত করার প্রেরণা ও প্রেষণা প্রদান করেন। এছাড়াও প্রতিমা তৈরির কারখানাগুলোকে সিসিটিভির আওতায় আনতে সংশ্লিষ্টদের অনুরোধ করেন।

যদি কেউ সামাজিক সম্প্রীতি জনশৃঙ্খলা, শান্তি ও ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচিন্তা করে থাকে তবে তাকে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না বরং পূর্বের থেকে অধিকতর কঠোর ভাবে আইন প্রয়োগ নিশ্চিত করা হবে বলে জানান জেলা প্রশাসক ও পুলিশ সুপার।