কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (সিআরইএ) প্রকল্পের অধীনে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বড়ধূল ইউনিয়নের চরাঞ্চলে 'গ্লোবাল ডে অফ ক্লাইমেট অ্যাকশন' ২০২৪ উপলক্ষে মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মানুষের জন্য ফাউন্ডেশন এবং সুইডেন সরকারের আর্থিক সহায়তায় ও ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এই প্রকল্প বাস্তবায়ন করছে। দিবসটির এ বছরের উপজীব্য বিষয় হলো ‘জীবাশ্ম জ্বালানি মুক্ত ভবিষ্যতের জন্য লড়াই’।
শনিবার সকালে বেলকুচি উপজেলার বড়ধূল ইউনিয়নের বিলমহিষা এলাকায় কিশোর-কিশোরী, নারী-পুরুষ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্বলিত প্লে-কার্ড, ফেস্টুন, ব্যানার হাতে মানববন্ধন ও র্যালিতে অংশগ্রহণ করে।
এ সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর প্রকল্প সমন্বয়কারী আক্তারি বেগম, প্রকল্প কর্মকর্তা শারমিন আকতার, ফিল্ড ফেসিলেটর রাজিয়া সুলতানা ও আকলিমা খাতুন, এনডিপির রিসার্স অ্যান্ড ডকুমেন্টেশনের সহকারী ব্যবস্থাাপক মো. জানাফার ইসলাম, সাংবাদিক উজ্জ্বল অধিকারী প্রমূখ।
আরও পড়ুন: