রবিবার

২৪ নভেম্বর, ২০২৪
৯ অগ্রহায়ণ, ১৪৩১
২২ জামাদিউল আউয়াল, ১৪৪৬

সিরাজগঞ্জে প্রেমের টানে হিন্দু ধর্ম ছেড়ে মুসলিম যুবককে বিয়ে করলেন কলেজ ছাত্রী

প্রতিনিধি,সিরাজগঞ্জ

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৪ ১৪:৪২

আপডেট: ২২ সেপ্টেম্বর, ২০২৪ ১৫:০১

শেয়ার

সিরাজগঞ্জে প্রেমের টানে হিন্দু ধর্ম ছেড়ে মুসলিম যুবককে বিয়ে করলেন কলেজ ছাত্রী
প্রেমের টানে হিন্দু থেকে মুসলিম হলেন তরুণী। ছবি: বাংলা এডিশন

সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জে ভালোবাসার টানে ১৮ বছর বয়সী তিথী রানী নামের এক কলেজ ছাত্রী হিন্দু ধর্ম ত্যাগ করে ২৮ বছর বয়সী জাহিদুল আকন্দ নামের এক মুসলিম যুবকের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

ওই ছাত্রী উপজেলার চান্দাইকোনা এলাকার নিপেন চন্দ্র অধীকারীর মেয়ে এবং হাজী ওহায়েদ মরিয়ম অনার্স কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। তার বর্তমান নাম মোছা. আসমিরা খাতুন। কলেজ ছাত্রীর স্বামী চান্দাইকোনা ইউনিয়নের কোদলা গ্রামের কামাল পাশা ও সেলিনা খাতুন দম্পতির ছেলে।

গত ১৩ সেপ্টেম্বর একজন মাওলানার মাধ্যমে পবিত্র কালেমা শরিফ পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। পরে ইসলামে দীক্ষিত হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে সিরাজগঞ্জ জজ কোর্টের একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে এফিডেভিটের মাধ্যমে গত ১৫ সেপ্টেম্বর নিজেই ঘোষণা দেন সদ্য মুসলিম হওয়া কলেজ ছাত্রী মোছা. আসমিরা খাতুন। মুসলিম হওয়ার আনুষ্ঠানিক ঘোষণার পর গত ১৭ সেপ্টেম্বর সিরাজগঞ্জ জজ কোর্টের আরেক বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে এফিডেভিটের মাধ্যমে বিয়েও সম্পন্ন করেন ওই কলেজ পড়ুয়া।

সদ্য মুসলিম হওয়া আসমিরা খাতুনের স্বামী জাহিদুল আকন্দ বলেন, ‘আসমিরা খাতুনের সাথে পরিচয় হওয়ার পর থেকেই অনেকবার আমাদের ইসলামের বিষয়ে জানতে চায় সে। এভাবেই আস্তে আস্তে আমাদের দুইজনের মাঝে প্রেমের সম্পর্ক তৈরি হয়। সে ইসলামকে ভালোবেসেই মূলত হিন্দু ধর্ম ত্যাগ করছে। দোয়া করবেন আমরা দুইজন যেনো সারাজীবন একসাথে থাকতে পারি ও ইসলামিক বিধান মানতে পারি।'