শুক্রবার

৪ এপ্রিল, ২০২৫
২১ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

দস্যুতা করতে গিয়ে মা ও অন্তঃসত্ত্বা মেয়েকে হত্যা মামলার আসামির মৃত্যুদন্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি :

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৪ ২১:২৮

আপডেট: ২২ সেপ্টেম্বর, ২০২৪ ২১:২৮

শেয়ার

দস্যুতা করতে গিয়ে মা ও অন্তঃসত্ত্বা
মেয়েকে হত্যা মামলার  আসামির মৃত্যুদন্ড
হত্যা মামলার আসামি।ছবি:বাংলা এডিশন

নারায়ণগঞ্জের শহরের নিতাইগঞ্জে আলোচিত মা ও অন্তঃসত্ত্বা মেয়ে হত্যা মামলার একমাত্র আসামি আল জুবায়ের স্বপ্নীলকে (২৮) মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরার আদালত এই রায় ঘোষণা করেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আল জুবায়ের স্বপ্নীল শহরের পাইকপাড়া এলাকার লবণ ব্যবসায়ী আলাউদ্দিনের ছেলে।

আদালতের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুর রহিম এর সত্যতা নিশ্চিত করে বলেন, ২২ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে মামলার একমাত্র আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আমরা এই রায়ে সন্তোষ প্রকাশ করছি। মূলত আসামি দস্যুতা করতে গিয়ে এই হত্যাকান্ড ঘটায়।

রায়ে সন্তোষ প্রকাশ করে বাদী রাম প্রসাদ চক্রবর্তী বলেন, আমি এই রায়ে সন্তুষ্ট। এই খুনি আমার পুরো পরিবারকে শেষ করে দিয়েছে। আমার স্ত্রীকে হত্যা করেছে। সন্তান সম্ভবা মেয়েকে হত্যা করেছে। আমি আইন উপদেষ্টার কাছে অনুরোধ করব দ্রুত যেন এই রায় বাস্তবায়ন হয়।

banner close
banner close